Sunday, October 1, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কে তুরস্কের কূটনৈতিক মিশনে হামলা

নিউইয়র্কে তুরস্কের কূটনৈতিক মিশনে হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুরস্কের কূটনৈতিক মিশন ‘তুর্কি হাউসে’ হামলার ঘটনা ঘটেছে। তুর্কি কূটনীতিকদের এই বাসস্থানে সোমবার ভোররাতে হামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নিউইয়র্কের তুর্কি কনসাল জেনারেল রেহান ওজগুর আনাদুলুকে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর ৩টা ১৪ মিনিটে হামলাকারী ভবনের জানালা ভেঙে ফেলে।

ওজগুর বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ভবনের ১২টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। তবে ঘটনাস্থলে সে একটি জেমি (হামলার উপকরণ) রেখে গেছে।

খবরে বলা হয়েছে, নিউইয়র্ক পুলিশ বিভাগ ভবনটি ঘেরাও করে রেখেছে। পাশপাশি চলছে ঘটনার তদন্ত।

ওজগুর আরও বলেছেন, এই ঘটনাটি নিউইয়র্কে অবস্থানরত তুর্কিদের জন্য দেশের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদানকে প্রভাবিত করতে পারেনি। নিউইয়র্কে অবস্থান করা তুর্কি নাগরিকরা তুর্কি হাউসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments