নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম জ্যামাইকা। নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ এ বাঙালিদের জয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে জয়ী হতে হলে বাংলাদেশিদের থাকতে হবে ঐক্যবদ্ধ। এই আসনের কাউন্সিলম্যান হচ্ছেন ল্যারিল্যান্সম্যান। জানা গেছে, এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল গত জুনে। কিন্তু করোনার কারণে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। শোনা যাচ্ছে এই আসনে ল্যারি আর নির্বাচন করবেন না। তিনি আগে পদত্যাগও করতে পারেন। এই আসনে এর আগে নির্বাচন করেছিলেন তৈয়বুর রহমান হারুণ এবং মজিবুর রহমান। তবে এবার অনেকেরই নাম শোনা যাচ্ছে। একই আসনে ৫ বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ইতিমধ্যে কয়েকজন আবেদন দাখিল করেছেন। যার মধ্যে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলিপ নাথ, সাবুল উদ্দিন ও মৌমিতা রহমান। আরো প্রার্থী হিসেবে রয়েছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। তৈয়বুর রহমান হারুনের নামও শোনা গিয়েছিল। অন্যদিকে আমেরিকার প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলম্যান জিন জিনারো। জিন জিনারোর মূল প্রতিদ্বন্দ্বী ৫ বাংলাদেশি। বেশ কয়েকজন বলেছেন, আমরা বাঙালিরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করছি, আর আরেকজন বিনা বাধায় নির্বাচিত হয়ে যাবেন। তারা বলেন, একটি সুযোগ আমাদের হাতে রয়েছে, সেই সুযোগটিকে আমরা হাত ছাড়া করছি। সবাই মিলেমিশে সমঝোতার মাধ্যমে একজন বাঙালিকে প্রার্থী করা হলে বিজয় সম্ভব হতো। ঐক্যবদ্ধভাবে একজনকে প্রার্থী করার সময় এখনো আছে।