Saturday, December 9, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAনিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডা. বর্ণালী হাসানের ‘হেলথ ফেয়ার’

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডা. বর্ণালী হাসানের ‘হেলথ ফেয়ার’

 নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটির পরিচিত চিকিৎসক ডা. বর্ণালী হাসান ২০ নভেম্বর রোববার হেলথ ফেয়ারের আয়োজন করেন। এ হেলথ ফেয়ারে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। হেলথ ইন্স্যুরেন্স নেই এমন অনেকেই বিনা খরচে ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেন।

অনুষ্ঠানে ডা. বর্ণালী হাসান বলেন, মৌসুমি ফ্লু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফ্লু ঝুঁকি থেকে সুরক্ষা পাওয়ার জন্য ফ্লু শট নেয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। ডা. বর্ণালী হাসান বলেন, ফ্লু নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়েই এ আয়োজন। ফ্লু অনেক সময় স্বাস্থ্য ও শরীরের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। ভ্যাকসিন নিয়ে মানুষ এ রোগের প্রতিরোধ গড়ে তুলতে পারে। তিনি বলেন, তাদের এফিসিয়েন্ট মেডিকেল কেয়ার পিসির ৩টি শাখা জ্যাকসন হাইটস, জামাইকা ও গ্রীনপয়েন্ট এভিনিউর প্রত্যেকটি সকাল ১০টা থেকে বিকেল ৫ পর্যন্ত খোলা থাকে। যে কেউ এ সময়ের মধ্যে গিয়ে সেখানে ভ্যাকসিন নিতে পারেন।
ডা. বর্ণালী হাসান বলেন, তাঁদের কাছে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন তৃতীয় বুস্টার ডোজ রয়েছে। সম্পূর্ণ বিনা খরচে যে কেউ এসে তা গ্রহণ করতে পারেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments