উত্তর আমেরিকায় শীতের প্রাদুর্ভাবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা বা ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণ প্রয়োজন। নিউইয়র্কে বাঙ্গালীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে ফ্রি ফ্লু ভ্যাকসিন দেওয়া হয় ১১ই অক্টোবর রবিবার ৫টা থেকে ৯টা পর্যন্ত। এটিএন বাংলার বার্তা প্রধান কানু দত্ত, অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিক শাহা জে চৌধুরী, প্রবাস পত্রিকার সম্পাদক ও লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি সাঈদ, সকলাসটিকা টিউটোরিয়ালের কর্ণধার রেজা, খামার বাড়ি ও খাবারবাড়ি রেস্টুরেন্ট মালিক কামরুল, গোপালগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি টি মোল্লা, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান, বেঙ্গল হোম কেয়ার সার্ভিস ইনকের হাসান জিলানি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আক্তার আলী, মা ট্রাভেলস এজেন্সির সিইও আবুল কালাম আজাদ সহ কমিউনিটির অনেকেই অংশগ্রহণ করেন।

মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে ও ওয়ালগ্রীন ফার্মাসির স্পন্সরশিপে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ালগ্রীন ফার্মাসিস্ট ও ফার্মাসি ম্যানেজার কার্তিজা সাহা ও টেকনিশিয়ান নাসিমা আক্তার ক্রমাগতভাবে ৮ম কর্মসূচিতে যোগদান করেন।
হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মোঃ সোলায়মান আলী বলেন, এবছরের প্রথম বিনামূল্যে টিকাদান কর্মসূচি ব্রঙ্কসে্র মামুন টিউটোরিয়ালে গত ৩০শে আগষ্ট ব্যাপক সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশন এই মহতী উদ্যোগ অষ্টম বর্ষের দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হল। কোভিট-১৯ কালীন সময়ে এই ভ্যাকসিন আরো অধিক কার্যকরী ভূমিকা পালন করবে। নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা নিন ও অন্যকে উৎসাহিত করূন।
“বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক” এর সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলী বলেন, এবার ভ্যাকসিন নেয়া বেশী প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যারা এই কর্মসূচি প্রচার করেছেন বিগত দিনে ও আগামীতে কমিউনিটির কল্যাণে বা প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ প্রকাশ করবেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আয়োজকরা।
তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যাদের হেল্থ ইন্সুরেন্স আছে নিজ উদ্যোগে হসপিটালে, নিজ ফিজিশিয়ান বা ক্লিনিকের থেকে এই ভ্যাকসিন নিতে পারেন। যাদের হেল্থ ইন্সুরেন্স নেই বা আছে সবাই আমাদের এই প্রতীকী কর্মসূচি থেকে টীকা গ্রহণ করতে পারেন। তিনি বলেন, এই কর্মসূচি সকলকে উদ্বুদ্ধ করবে টিকা নিতে। যারা এই সংগঠনের সাথে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করুন প্লিজ। আমরা স্বেচ্ছাসেবী খুঁজছি। নম্বর ৩৪৭-২৩৬-২৭৩৭। আমাদের সাথে যোগাযোগ: 37-22 73rd street, suite 2g, Jackson heights NY 11372.