Sunday, March 26, 2023
spot_img
Homeআন্তর্জাতিকনাৎসিদের রক্তাক্ত পথেই হাঁটছে রাশিয়া: জেলেনস্কি

নাৎসিদের রক্তাক্ত পথেই হাঁটছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার দেশে হামলা চালানোর রাশিয়ার বিরুদ্ধে ‘নাৎসিবাদের রক্তাক্ত পন্থা’ অনুকরণের অভিযোগ করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে দেওয়া এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনাবাহিনী তার দেশে আক্রমণের সময় নাৎসি ‘নৃশংসতার’ অনুকরণ করছে।

ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনে অন্ধকার ফিরে এসেছে। এটি আবার সাদা-কালো হয়ে গেছে’।

ভিডিও ফুটেজে ইউক্রেনের নেতাকে বিধ্বস্ত আবাসিক ভবনের পটভূমিতে দেখা যায়।

জেলেনস্কি আরো বলেন, ‘অশুভ ফিরে এসেছে। ভিন্ন ইউনিফর্মে,  ভিন্ন স্লোগানে- কিন্তু একই উদ্দেশ্যে’।
ভিডিওটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো ফুটেজ এবং রাশিয়ার আক্রমণের সাদা-কালো ফুটেজও যুক্ত করা হয়েছে।

জেলেনস্কি যুক্তরাজ্য, ফ্রান্স এবং নেদারল্যান্ডসসহ ইউরোপীয় দেশগুলোর কাছে তাদের শহরগুলোতে নাৎসিদের বোমা হামলাকে ইউক্রেনের শহরাঞ্চলে রাশিয়ার চলমান হামলার সঙ্গে তুলনা করে সমর্থনের আবেদন করেন।

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেন আক্রমণ করার সময় মস্কো বলেছিল, দেশটিকে নাৎসিমুক্ত করা ছিল তার ‘বিশেষ অভিযানের’ অন্যতম লক্ষ্য।  

পুতিনের ভাষণ
অন্যদিকে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকীতে সাবেক সোভিয়েত দেশগুলোকে অভিনন্দন জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিজের ভাষণে অনুরূপ মনোভাব প্রকাশ করে বলেছেন, ‘১৯৪৫ সালের মতো আমাদেরই জয় হবে’।

ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, সোমবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসের স্মরণে রাশিয়া তাদের আক্রমণের মাত্রা বাড়াতে পারে। সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments