তুমি তো দ্রৌপদ রাজার কন্যা
তুমি অহল্যা
তোমার অগ্রযাত্রা কে রুখে দাঁড়ায়?
তোমার স্বপ্ন আছে, ভালোবাসা আছে
সবুজ পাতার ঝিরিঝিরি আছে
তুমি পাখীর ডানায় সূর্যের রং
জারুল বনের তুমি সন্ন্যাসী
তুমি ঘোর বৈশাখ
তুমি বড় বেশি মানবিক
তুমি ঘাসের সবুজ, তুমি ঘাস ফুল
তুমি পুরোটা আকাশ, মেঘের কারুকাজ
তুমি রোদের উত্তাপ, তুমি রোদের ছায়া
তুমি জোছনার আলো
তুমি ধূসর আকাশ, বিচ্ছিন্ন ছায়াদ্বীপ
তুমি বয়ে যাওয়া নদী, মাছেদের নৃত্য
তোমার কারণেই নর হয় প্রেমের ক্ষেত্র।