Friday, September 22, 2023
spot_img
Homeবিনোদননারী সেজে প্রথমবার রবীন্দ্রনাথের গানে নাচ

নারী সেজে প্রথমবার রবীন্দ্রনাথের গানে নাচ

ভীমপলশ্রী রাগে হিন্দুস্তানি ধ্রুপদ ‘নাচত ত্রিভঙ্গ’ ভেঙে রবিঠাকুর তৈরি করেছিলেন পূজাপর্বের গান ‘বিপুল তরঙ্গ রে’।   সেই মূল ও ভাঙা গান নিয়েই তানজিনা তমা ও নির্ঝর চৌধুরীর এবারের ২২শে শ্রাবণের নিবেদন। গানটির ভিডিওতে সৃজনশীল নৃত্য করেছেন আরোহী সেন খ্যাত আরিফুল ইসলাম অর্ণব।

রবীন্দ্রনাথের গানের ভিডিওতে কোনো পুরুষের নারী সেজে নৃত্য পরিবেশন করার প্রচেষ্টা বাংলাদেশে এই প্রথম।

বিষয়টি জানিয়ে সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী বলেন, আমাদের গ্রামবাংলার আদি লোকজ সংস্কৃতির বেশ কিছু ধারায় পুরুষদের নারী সেজে অভিনয়, গান ও নাচ করতে দেখা যায়। কিন্তু রবীন্দ্রনাথের গানে এমনটি হয়নি। এটাই প্রথম প্রয়াস।

তিনিও বলেন, পূজা পর্বের গান ‘বিপুল তরঙ্গ রে’ আমরা গেয়েছি। আশা করি ভালো লাগবে শ্রোতাদের।
 
গানটির সংগীতায়োজন করেছেন মার্সেল ও নির্ঝর চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments