Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলানারী বিশ্বকাপের সূচি প্রকাশ, দ্বিতীয় দিন বাংলাদেশের ম্যাচ

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, দ্বিতীয় দিন বাংলাদেশের ম্যাচ

আগামী বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। এরইমধ্যে টুর্নামেন্টটির সূচি চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসর শুরুর দ্বিতীয় দিনই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।জিম্বাবুয়েতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শেষে চূড়ান্ত হয়েছে আট দল। করোনাভাইরাসের কারণে পুরো বাছাইপর্ব শেষ করতে না পারায় র‌্যাঙ্কিং অনুযায়ী ২০২২ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।মেয়েদের বৈশ্বিক ক্রিকেট আসরটির ব্যপ্তি ৩১ দিন। ম্যাচও হবে ৩১টি। ৪ঠা মার্চ শুরু হবে টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩রা এপ্রিল। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় বিশ্বকাপে সব দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রথম রাউন্ডে হওয়া ২৮ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট।অর্থাৎ বিশ্বকাপে অন্তত সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেখানে সেরা চারে থাকতে পারলে মিলবে সেমির টিকিট।প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রিসদের প্রথম ম্যাচ ৫ই মার্চ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ৭ই মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে সালমা-জাহানারারা। প্রথম দুটি ম্যাচই ডানেডিনে অনুষ্ঠিত হবে। এরপর ১৩ই মার্চ হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ১৮ই মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাওরাঙ্গায় বাংলাদেশের চতুর্থ ম্যাচ। এই ম্যাচটি হবে টাওরাঙ্গায়। ২২শে মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। ২৫ ও ২৭শে মার্চ যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে মাঠে নামবে বাংলাদেশ।আসরের প্রথম সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০শে মার্চ ওয়েলিংটনে। ৩১শে মার্চ দ্বিতীয় সেমি ফাইনাল ও ৩রা এপ্রিল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হওয়া আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে খেলছে নিউজিল্যান্ড।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments