বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুজ্জামান আর নেই। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নামাজ পড়া অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
জানা গেছে, সন্ধ্যা ৭ট ৪০ মিনিট দিকে নামাজ পড়া অবস্থায় তিনি নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
মৃতের পরিবার সূত্র জানায়, শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনে মালেকুজ্জানের প্রথম জানাজা হবে। পরে তার মরদেহ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ায় তার গ্রামের নিয়ে যাওয়া হবে। বেলা ১১টার সময় তিতার পাড়া কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।