Thursday, November 30, 2023
spot_img
Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় মসজিদে ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

নাইজেরিয়ায় মসজিদে ১৬ মুসল্লিকে গুলি করে হত্যা

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় নাইজার প্রদেশে একটি মসজিদে গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় কয়েকজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

নাইজারের মাশেগু এলাকার বা’য়ারে গ্রামের মসজিদটিতে চালানো ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আল হাসান ইশাহ মাজাকুকা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা।

হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটর সাইকেলে আসা হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।

পার্শ্ববর্তী কাতসিনা প্রদেশে বন্দুকধারীদের অপর একটি দল সরকারি এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার বাড়িতে গুলি করে হত্যা করেছে।

নাইজেরিয়ার এই অঞ্চলে অপহরণ ও হত্যাকাণ্ডের বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments