নরসিংদীতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে একদল দুর্বৃত্ত ওই বাড়িতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে চলে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশে অবস্থিত ওই বাড়ি থেকে জেলা বিএনপি’র কার্যক্রমও পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।