নরওয়েতে করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টের নতুন একটি রূপ শনাক্ত করা হয়েছে। তবে নতুন শনাক্ত হওয়া এই ভেরিয়েন্টটি অন্যগুলোর মতো অধিক সংক্রামক নয় বলে ধারণা করা হচ্ছে। নরওয়েজিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (এনআইপিএইচ)-এর বরাত দিয়ে সোমবার এ তথ্য জানায় সম্প্রচারমাধ্যম এনআরকে।
এনআইপিএইচ-এর একজন সিনিয়র গবেষক ক্যারোলিন ব্রাগস্ট্যাড এনআরকে-কে জানায়, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে ভ্যাকসিন এই ভেরিয়েন্টটির বিরুদ্ধে কাজ করে না। উদ্বেগের কোনো কারণ নেই।
ভেরিয়েন্টটি আন্তর্জাতিকভাবে এওয়াই.৬৩ হিসাবে স্বীকৃত হয়েছে। এবং এটিকে ‘নরওয়েতে প্রথম দেখা গেছে’ হিসাবে লেবেল করা হয়েছে।
এনআইপিএইচ জুনের শেষের দিকে ডেল্টা ভেরিয়েন্টের নরওয়েজিয়ান সংস্করণের প্রথম কেস রিপোর্ট করেছিল। তারপর থেকে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এটি নিয়মিত ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে বেশি বিপজ্জনক নয় এবং প্রচলিত ভ্যাকসিনগুলো এর বিরুদ্ধে যথেষ্ট কার্যকর।
সূত্র : স্পুটনিক