Friday, March 29, 2024
spot_img
Homeজাতীয়নয়ন নিহতের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

নয়ন নিহতের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভের ডাক বিএনপির

ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।  

রোববার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ২৬ নভেম্বরের কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সফল করার জন্য জনগনকে অবহিত করতে শনিবার লিফলেট বিলি করার সময় নয়ন মিয়াকে শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নির্মমভাবে হত্যা করে। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

নয়াপল্টনে নয়নের জানাজা: এদিকে গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার নামাজে প্রথম জানাজা হয় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রোববার সন্ধ্যা ৭টায় কার্যালয়ের সামনের সড়কে এ জানাজা হয়। 

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নয়নের ময়না তদন্ত হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, খন্দকার আবু আশফাক, ডা. রফিকুল ইসলাম, মোস্তাক মিয়া, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগরের রফিকুল আলম মজনু, আমিনুল হক, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল মোনায়েম মুন্না, মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক’ শ নেতাকর্মী। 

জানাজা পড়ান ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হক। পরে তার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

জানাজা শেষে নিহত নয়ন মিয়ার কফিন দলীয় পতাক দিয়ে মুড়ে দেওয়া হয়। পরে বিএনপি ও ছাত্রদলের নেতারা ফুল নয়ন মিয়ার প্রতি শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments