Friday, September 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকনববিবাহিতা আমিরাতের কে এই প্রিন্সেস মাহরা!

নববিবাহিতা আমিরাতের কে এই প্রিন্সেস মাহরা!

সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমের কন্য প্রিন্সেস শেখ মাহরা। তার প্রেমিক শেখ মানা’র সঙ্গে বিয়ের নিবন্ধনে স্বাক্ষর করেছেন তিনি। হারপারস বাজার এরাবিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। শেখ মানার ইনস্টাগ্রাম একাউন্টে দেয়া এক বিবৃতি অনুযায়ী, এই দম্পতি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেজিস্ট্রেশনে স্বাক্ষর করেছেন। বিয়ের এই খবর তারা নিশ্চিত করেছেন। তাদের বিয়ে নিয়ে বরের পিতার লেখা একটি কবিতা শেয়ার করেছেন তারা। ওই কবিতায় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানো হয়েছে। বলা হয়েছে, এদিন বহু বই লেখা হয়েছে। প্রতিটি বাড়ি থেকে আসছে অভিনন্দন। সবাই আনন্দে খুশি।

মানা’র শুভ খবরে আমাদের দিন-রাত উজ্বল হয়ে উঠেছে। কন্যার পক্ষ থেকে আসছে আলোহিত মাহরা। 

রাজকীয় এই বিয়ের কোনো ছবি শেয়ার করেননি ওই দম্পতি। বিয়ে পার্টির বিস্তারিত কিছুই জানাননি তারা। মাহরা শেখের বয়স ২৯ বছর। বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি নিয়েছেন। সম্প্রতি মোহাম্মদ বিন রশিদ গভর্নমেন্ট এডমিনিস্ট্রেশন থেকে নিয়েছেন একটি কলেজ ডিগ্রি। এরাবিয়ান বিজনেসের মতে, মাহরা শেখকে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। এর মধ্যে আছে বিভিন্ন প্রদর্শনী, ফ্যাশন শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তিনি সমাজহিতৈষী এবং সামাজিক কাজে যুক্ত থাকার জন্য স্বীকৃত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments