গত ১৯ এপ্রিল রাতে রোনালদো ও জর্জিনা এক বিবৃতিতে জানায়,গভীর দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে আমাদের ছেলেটি মারা গেছে৷ এটা যে-কোনো বাবা-মার জন্য সবচেয়ে কষ্টকর ব্যাপার৷ এই মুহূর্তে আমাদের কন্যা সন্তানের জন্মই আমাদেরকে বেঁচে থাকার আশা এবং শক্তি যুগিয়ে যাচ্ছে৷’
নবজাতক ছেলেকে হারানো ক্রিস্তিয়ানো রোনালদো কঠিন সময় পার করছেন। আপাতত তিনি পরিবারের সঙ্গেই আছেন। এরপর লিভারপুলের বিপক্ষে ম্যাচে খেলেননি। সেই ঘটনার পর বুধবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো তার যমজ এক ছেলেকে হারানোর পরে নবজাতকের ছবি শেয়ার করেছেন।
ফুটবল তারকা জানান,‘এখন জীবনের জন্য কৃতজ্ঞ হওয়ার সময়’ তিনি এবং তার সঙ্গীকে পৃথিবীতে স্বাগত জানিয়েছিলেন। তারা দুজনেই অনুভব করেছেন ‘সমস্ত ভালবাসা’ তাদের দেওয়া হয়েছিল যখন তাদের বাচ্চা ছেলে মারা গিয়েছিল।’
পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো টুইট করে তার নবজাতক ছেলের মৃত্যুর খবর দিয়েছেন৷ রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেস গত অক্টোবরে জানিয়েছিলেন, তারা যমজ সন্তান প্রত্যাশা করছেন৷ পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড় ৩৭ বছর বয়সি রোনালদো রেয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের সাথে খেলে একাধিক ট্রফি জেতার পর গতবছর দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন৷