Sunday, June 4, 2023
spot_img
Homeবিনোদননতুন লুকে রাজ-মিম

নতুন লুকে রাজ-মিম

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ’র রসায়ন এরইমধ্যে দেখা হয়েছে দেশের মানুষের। ‘পরাণ’ সিনেমায় দুজনেই কাজ করেছেন একসঙ্গে। প্রশংসাও কুড়িয়েছেন অনেক। এদিকে রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিম তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, মিমের পরনে লাল শাড়ি, কপালে লাল রঙের টিপ, নাকে নথ, কানে দুল, গলায় সোনার হাড়, মাথায় টিকলি। নববধূ বেশে মিমের চোখে-মুখে আনন্দের হাসি। এক হাতে মিমকে জড়িয়ে ধরে আছেন বর শরীফুল রাজ। তার পরনে পাঞ্জাবি, মাথায় টুপি। ক্যাপশনে মিম জুড়ে দিয়েছেন,’ পরাণ’-এর পর নতুন রূপে রোমান আর অনন্যা আসছে। ‘দামাল’-এর প্রথম গান খুব শিগগির আসছে।

এদিকে এই ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন ‘পরাণ’খ্যাত এই জুটি। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে এ জুটির নতুন সিনেমা ‘দামাল’। এ সিনেমাটিও পরিচালনা করেছেন রায়হান রাফি। স্বাধীন বাংলা ফুটবল টিমের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। যেখানে রাজকে দেখা গেছে মাস্তান রূপে আর মিমকে মফস্বলের সাধারণ মেয়ের লুকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments