Friday, September 29, 2023
spot_img
Homeবিনোদননতুন রসায়ন

নতুন রসায়ন

গত কিছুদিন ধরেই গাইবান্ধায় শুটিং চলছে ‘জল জোছনায়’ সিনেমার। মেহেদী হাসান পরিচালিত এ ছবির নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। এখানে গ্রামের তরুণী রূপে দেখা যাবে তাকে। এরইমধ্যে বেশ ভালো আয়োজনে ছবিটির অনেকখানি কাজ এগিয়েছে। কেয়ার বিপরীতে এখানে নায়ক হিসেবে দেখা যাবে চলতি প্রজন্মের মডেল-অভিনেতা অন্তুকে। এরইমধ্যে অন্তুর সঙ্গে শুটিংয়ের বেশকিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন কেয়া। সেখানে দেখা যাচ্ছে রোমান্টিক মুডে রয়েছেন তারা। অন্তুর সঙ্গে নতুন রসায়নটা কেমন হচ্ছে? কেয়া মানবজমিনকে বলেন, খুব ভালো। অন্তু এ প্রজন্মের অভিনেতা। আমি এর আগেও তরুণ বেশ ক’জন অভিনেতার বিপরীতে অভিনয় করেছি।

এবার অন্তুর সঙ্গে ভালো রসায়ন তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক পছন্দ করবেন এ জুটিকে। এদিকে জানা গেছে, টানা এ ছবির শুটিং শেষ হবে। মুক্তির পরিকল্পনাও দ্রুতই। কেয়া বলেন, ছবিটির গল্প চমৎকার। একটি বাংলা ছবিতে যা যা থাকার প্রয়োজন তার সবই থাকছে এ ছবিতে। গ্রামবাংলার একটি গল্প এ ছবিতে তুলে ধরা হচ্ছে। আমিও গ্রামের মেয়ের চরিত্রে কাজ করতে বেশ স্বাচ্ছ্বন্দ্যবোধ করছি। আশা করছি ছবিটি মুক্তি পেলে ভালো লাগবে সবার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments