নতুন মিশনে নেমেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। দক্ষিণের পর বলিউডেও নিজের অবস্থান পোক্ত করছেন তিনি। নাম লেখাচ্ছেন একের পর এক আলোচিত সিনেমায়। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে নতুন আরও একটি অ্যাকশন কমেডি সিনেমা।
ছবিটি পরিচালনা করবেন কৌতুক অভিনেতা আনিস বাজমি এবং প্রযোজনা করবেন একতা কাপুর ও দিল রাজু। শহীদ কাপুরের সঙ্গে রাশমিকার প্রথমবার জুটি বাঁধাও দর্শকদের জন্য বিশেষ চমক হবে বলে মনে করছেন নির্মাতা-প্রযোজকরা। রাশমিকা বলেন, এটা আমার পছন্দের একটি প্রকল্প বলতে পারেন। এমন গল্প-চরিত্রের অপেক্ষা ছিল শুরু থেকেই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আশা করছি, শহীদ কাপুরের সঙ্গে আমার রোমান্স দর্শকরা উপভোগ করবেন।
নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শহীদ কাপুরকে।
এদিকে এই সিনেমাটি ছাড়াও রাশমিকা বহুল আলোচিত ‘অ্যানিমেল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছে। এর বাইরেও রাশমিকাকে দেখা মিলছে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায়।