Sunday, December 10, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিনতুন মডেলের ব্লুটুথ স্পিকার আনলো ওয়ালটন

নতুন মডেলের ব্লুটুথ স্পিকার আনলো ওয়ালটন

তিনটি নতুন মডেলের ব্লুটুথ স্পিকার বাজারে ছেড়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কম্পিউটার বিভাগ। ‘কোরাস’ প্যাকেজিং এ আসা নতুন মডেলের স্পিকার তিনটির মডেল হলো- পিএস১৬, পিএস৩০ এবং পিএস৩৫। উন্নত ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের স্পিকারগুলো দেবে সুমধুর ও জোরালো শব্দ। ব্লুটুথ সংযোগের মাধ্যমে অন্যান্য ডিভাইস থেকে গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. তৌহদুর রহমান রাদ জানান, নতুন আসা ব্লুটুথ স্পিকারগুলোর দাম যথাক্রমে ৩,৮৫০, ৬,৯৫০ এবং ৭,৫০০ টাকা। ডিজিটাল সিগন্যাল প্রোসেসিং প্রযুক্তি সংবলিত সব মডেলেই টাইপ সি চার্জিং পোর্টসহ ওয়াটার প্রুফ (আইপি৬৭) সুবিধা রয়েছে। টিডব্লিউএস ফাংশন থাকায় ব্লুটুথ কানেকশনেও স্টেরিও সাউন্ডের কোয়ালিটি থাকবে অক্ষুণ্ন। মডেলভেদে ডিভাইসগুলোতে ১৬ থেকে ৩৫ ওয়াট স্পিকার আউটপুট, ২৫০০ থেকে ১০,০০০ মিলিএম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, সিমলেস ফ্যাব্রিক ডিজাইন, পোর্টেবল হুক, প্যাসিভ র‌্যাডিয়েটরসহ কালারফুল ব্রিথিং লাইট, বেজ ইফেক্ট এবং পাওয়ার ব্যাংক হিসেবে অন্য ডিভাইসে চার্জ দেয়ার সুবিধা রয়েছে। ওয়ালটনের ব্লুটুথ স্পিকারগুলোতে  গ্রাহকরা ৬ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments