Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদননতুন বছরেই প্রেমিকাকে বিয়ে করছেন ঋতিক? 

নতুন বছরেই প্রেমিকাকে বিয়ে করছেন ঋতিক? 

সুজানের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন বলিউড তারকা ঋতিক রোশন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর কয়েকজন বলিউড নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃতিকের। এদের মধ্যে কঙ্গনা রানাউত ছিলেন অন্যতম; কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেতা। 

তবে সাবা আজাদের বিষয়ে কোনো কিছু গোপান রাখেননি ঋতিক। লোকচক্ষুর আড়ালে রাখেননি তিনি। ইতোমধ্যেই একত্রবাস শুরু করেছেন তারা। নতুন ফ্ল্যাটও কিনেছেন এই অভিনেতা। এখন তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলেও বলি মহলের খবর। 

মঙ্গলবার ৪৯ বছরে পা দিয়েছেন হৃতিক রোশন।  এদিন প্রেমিকা সাবা আজাদ অভিনেতাকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানানোর পর থেকেই তাদের বিয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

ঘনিষ্ঠমহলের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবার সঙ্গে ভীষণ খুশি ঋতিক। এছাড়া এই অভিনেতার দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃতিক-সাবার হাতে। তাই বছর শেষে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খুলেননি ঋতিক ও সাবা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments