দ্রুতগতির ও সহজে ব্যবহারের উপযোগী নতুন টিমস অ্যাপ আনছে মাইক্রোসট। সফটওয়্যার জায়ান্টটির মাইক্রোসফট টিমসের সিভিপি অব ইঞ্জিনিয়ারিং সুমি সিং জানান, নতুন এই টিমস অ্যাপ তিন গুণ বেশি দ্রুতগতিতে ইনস্টল করা যাবে। মিটিং শুরু করা বা জয়েন করা যাবে দুই গুণ দ্রুতগতিতে। অ্যাপটি ৫০ শতাংশ পর্যন্ত কম মেমোরি ব্যবহার করবে। ডিস্কের স্পেস ৭০ শতাংশ কম ব্যবহার করবে। টিমস অ্যাপের সীমিতসংখ্যক গ্রাহক প্রিভিউ মোড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এ বছরের শেষ নাগাদ পুরোপুরিভাবে নতুন টিমস অ্যাপ চালু হবে। সূিত্র : দ্য ভার্জ