গত ২৪ ঘণ্টায় দেশে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাদের প্রায় ৮০ শতাংশই ঢাকার। দেশে একদিনে করোনা সংক্রমিত ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২৩ জন। আগের দিনের চেয়ে শনাক্তের সংখ্যা বেড়েছে। আগের দিন করোনায় ১৫১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২৩ জন রোগীর মধ্যে মহানগরসহ ঢাকা জেলায় শনাক্তের সংখ্যা ১৭৮। শতকরা হিসাবে ৭৯ দশমিক ৮২ অর্থাৎ প্রায় ৮০ শতাংশ রোগীই ঢাকায় শনাক্ত হয়েছে।