শাওমি মিজিয়া এআর গ্লাসেস ক্যামেরা নামের একটি ডিভাইস বাজারে এনেছে। এক বছর আগে স্মার্ট গ্লাসটির একটি ডামি মডেল দেখিয়েছিল তারা। এতে আছে লাইভ ট্রান্সলেশন অন স্ক্রিন ফিচার। নির্দেশনা প্রদানের জন্য আছে শাওমির এআই অ্যাসিস্ট্যান্ট শাওএআই।
এতে আছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আরেকটি টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা আছে ৮ মেগাপিক্সেলের, যা দিয়ে ১০০ মিনিট পর্যন্ত একটানা ভিডিও করা সম্ভব। শাওমির দাবি, ক্যামেরা ৫এক্স অপটিক্যাল জুম ও ১৫এক্স হাইব্রিড জুম করে ছবি তুলতে সক্ষম। ব্যাটারির শক্তি এক হাজার ২০ এমএএইচ। ব্যাটারিটি আধাঘণ্টায় ৮০ শতাংশ চার্জ করতে পারে। এখন তাদের ক্রাউডফান্ডিং প্ল্যাটফরম ‘ইউপিন’-এ গ্লাসটি প্রি-অর্ডার করা যাচ্ছে। দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ হাজার ৮৪৪ টাকা। ক্রাউডফান্ডিং হলো এমন একটি ব্যবস্থা, যেখানে গ্রাহকদের কাছ থেকে প্রি-অর্ডার নেওয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে তা পণ্য উৎপাদনের কাজে লাগানো হয়। ক্রাউডফান্ডিং শেষ হলেই এই ডিভাইসের দাম বেড়ে দাঁড়াবে ৩৭ হাজার ৭৭১ টাকা।
সূত্র : জিএসএমএরিনা