রাজধানীর ধানমণ্ডি মসজিদ-উদ-তাকওয়ায় চলছে মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক আলোচনাসহ নানা আয়োজন। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। তিন দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত রয়েছে সিরাহভিত্তিক আলোচনা। প্রথম দিন আলোচনা করেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনের মদিনা মসজিদের খতিব মাওলানা ইউসুফ আবদুল মাজিদ।
দ্বিতীয় দিন শনিবার আলোচনা করেছেন জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসার মুহাদ্দিস মাওলানা আ ফ ম খালিদ হোসেন এবং তৃতীয় দিন রবিবার আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার।
পাশাপাশি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সিরাতবিষয়ক বইমেলা ও ফুড অব প্রফেট (সা.) প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। বইমেলায় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নারীরা অংশ নেবেন। প্রতিদিন আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত পবিত্র কোরআন তিলাওয়াত ও নাশিদ প্রতিযোগিতা চলবে। তা ছাড়া প্রতিদিন মাগরিবের পর থেকে ৭টা পর্যন্ত চলবে আন্তর্জাতিক হাফেজদের তিলাওয়াত সন্ধ্যা। সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে নগদ পাঁচ লাখ টাকার পুরস্কারসহ ২৫ লাখ টাকার পুরস্কার।