Sunday, December 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকদ. আফ্রিকার নৈশক্লাবে রহস্যজনকভাবে ১৭ মৃত্যু

দ. আফ্রিকার নৈশক্লাবে রহস্যজনকভাবে ১৭ মৃত্যু

দক্ষিণ আফ্রিকার একটি নৈশক্লাবে রহস্যজনকভাবে মারা গেছেন কমপক্ষে ১৭ জন। দেশটির ইস্ট লন্ডন সিটিতে আজ রোববার দিনের শুরুতে আইয়োবেনি টাভার্ন ক্লাবে এসব মানুষের মৃতদেহের সন্ধান মেলে। সেখানে কয়েকজন আহত মানুষও আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা বলেছেন, কি ঘটেছিল সেখানে আমরা তা জানার জন্য তদন্ত করছি। এই পর্যায়ে আমরা কোনো আন্দাজনির্ভর কথা বলতে চাই না। ইস্টার্ন কেপ প্রদেশের ওই ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিসের বেশ কিছু সদস্য অবস্থান করছেন। রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মৃতদেহ দেখার জন্য তাদের আত্মীয়দের কোনো নাগাল পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা ওই ভেন্যুটি বন্ধ করে দেয়ার অনুরোধ করেছেন। তবে পুলিশের অন্য একটি সূত্র দাবি করেছেন, ক্লাবের ভিতর পদদলিত হওয়ার কথা শোনা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চার ব্যক্তিকে নেয়া হয়েছে হাসপাতালে। ব্রিগেডিয়ার কিনানা বলেছেন, মৃতদের বেশির ভাগই যুবক। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা ডেইলি ডিপাচ পত্রিকাকে বলেছেন, ঘটনাস্থলে দেহগুলো এলিয়ে পড়েছিল। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments