Friday, September 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকদ. আফ্রিকায় এক পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা

দ. আফ্রিকায় এক পরিবারের ১০ জনকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় এক বাড়িতে গুলি করে একই পরিবারের ১০ জনকে হত্যা করেছে অস্ত্রধারীরা। এর মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। শুক্রবার সকালে তারা পিটারমারিটবুর্গ শহরের কাছে নিজেদের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারীরা তাদেরকে ঘিরে ফেলে। পুলিশ বিষয়ক মন্ত্রী ভেকি সেলে বলেছেন, এ ঘটনায় সন্দেহজনকভাবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্য একজন পলাতক রয়েছে। কি উদ্দেশে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তা পরিষ্কার নয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি যেখানে হত্যাকাণ্ড ঘটে তার মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকা।

শুক্রবারের ঘটনায় প্রতিবেশীরা গুলির শব্দ পেয়ে পুলিশকে প্রথমে এলার্ট করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এর মধ্যে একজনের বয়স ১৩ বছর। একে ভয়াবহ ক্রাইম হিসেবে উল্লেখ করেছেন ভেকি চেলে। বলেছেন, সেখানে অনেক মানুষ মারা গেছেন। স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, অস্ত্রধারীরা পুলিশ কর্মকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিয়ে ওই বাড়িতে প্রবেশ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments