Wednesday, March 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকদ্রুত দৃষ্টিশক্তি হারাচ্ছেন পুতিন, বাঁচবেন মাত্র তিন বছর: রুশ গুপ্তচর

দ্রুত দৃষ্টিশক্তি হারাচ্ছেন পুতিন, বাঁচবেন মাত্র তিন বছর: রুশ গুপ্তচর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা থামছেই না। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে গুজব শোনা গিয়েছিল কয়েকদিন আগে। এরই মধ্যে চলতি মাসে পুতিনের পেট থেকে পানি অপসারণের জন্য একটি অস্ত্রোপচার করা হয়।  কেউ কেউ দাবি করেছেন, পুতিন পারকিনসন্স রোগে ভুগছেন। রুশ প্রেসিডেন্টের বিবর্ণ চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে অনেকের আবার দাবি, ব্লান্ড ক্যান্সারে ভুগছেন তিনি। এ সব নিয়ে জল্পনার মধ্যেই এ বার এক রুশ গুপ্তচর দাবি করলেন, ক্যান্সারের কারণে দ্রুত দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে ৬৯ বছর বয়সী পুতিনের। এমনকি তার আয়ুও রয়েছে মাত্র তিন বছর। যদিও পুতিনের শারীরিক অসুস্থতা সংক্রান্ত সমস্ত দাবিই নাকচ  করে দিয়েছে ক্রেমলিন।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় পুতিনের স্বাস্থ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বরিস কার্পিচকভ নামে বর্তমানে ব্রিটেনে বসবাসকারী এক সাবেক রুশ গুপ্তচর সঙ্গে ব্যক্তিগত বার্তায় রাশিয়ার ‘ফেডেরাল সিকিউরিটি সার্ভিস’ (এফএসবি)-এর এক কর্মকর্তার কথোপকথনের অংশ তুলে ধরা হয়েছে। তার একটিতে এফএসবির ওই কর্মকর্তা লিখেছেন, আমরা শুনেছি, প্রেসিডেন্টের ইদানিং ভীষণ মাথাব্যথা হয়। টিভিতে কিছু বলার সময়েও পুতিনের হাতের কাছে কাগজ চাই। যে কাগজে বড় বড় অক্ষরে সব কিছু ভাষণ লেখা থাকে। অক্ষর এতই বড় হয় যে প্রতি পাতায় খুব বেশি হলে দুটি বাক্য থাকে। তার দৃষ্টিশক্তি দ্রুত নষ্ট হচ্ছে।

যদিও এই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে টিভির পর্দায় দেখতে পান, তার বক্তব্য পড়েন, তার বক্তব্য শোনেন। 

তিনি আরও বলেন, আমি মনে করি না কোনো বোধসম্পন্ন লোক এই ব্যক্তির (পুতিনের) মধ্যে কোনো রোগ বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন। আমি এটি তাদের বিবেকের কাছে ছেড়ে দিতে চাই যারা এরকম গুজব ছড়াচ্ছে প্রতিদিন সুযোগ থাকা সত্ত্বেও এ বিশ্বে কোন ব্যক্তি দেখতে কেমন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments