Wednesday, October 4, 2023
spot_img
Homeধর্মদ্বীনি দাওয়াত নিয়ে ভারত সফর করছেন তরুণ আলোচক ক্বারি জুবায়ের আহমদ তাশরীফ

দ্বীনি দাওয়াত নিয়ে ভারত সফর করছেন তরুণ আলোচক ক্বারি জুবায়ের আহমদ তাশরীফ

দেশের গণ্ডি পেরিয়ে ইসলামের দাওয়াত নিয়ে এবার ভারত সফর করছেন জনপ্রিয় ইসলামিক আলোচক ক্বারি জুবায়ের আহমদ তাশরীফ।

ভারতীয় মুসলমানদের দাওয়াতে কলকাতা , মেদেনিপুর, আসাম, সিলচরসহ ভারতের বিভিন্ন যায়গায় তিনি মাহফিলে অংশ নিয়ে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করছেন। জনপ্রিয় তরুণ এই আলোচক বলেন, বাংলাদেশের পাশাপাশি ভারতীয় মুসলমানরাও যে আমাকে এত ভালোবাসেন তা কল্পনাতেও ছিল না। আমার আলোচনায় ভারতীয় অনেক মুসলমান ইসলামকে সঠিকভাবে পালনে অনুপ্রাণিত হয়েছেন এবং আমার জন্য দুআ করেছেন।
ভারতে পাঁচ দিনের সফর শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন ক্বারি জুবায়ের আহমদ তাশরীফ। তিনি বলেন, শুধু ভারতেই নয় মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আমি আলোচনা করার আমন্ত্রণ পেয়েছি। পর্যায়ক্রমে ইসলামের দাওয়াত নিয়ে সেসব দেশেও যাবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments