প্রশ্ন: বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়ার বিধান কী? এ ক্ষেত্রে ‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ ছাড়াও অন্য কোনো দোয়া পড়া যাবে কি? যে দোয়ায়ে কুনুত জানে না, সে দোয়ায়ে কুনুতের বদলে তিনবার সুরা ইখলাস পড়লে নামাজ আদায় হবে কি?
-উম্মে তাওশি জ্যোতি, মধ্যহিস্যা, মুক্তাগাছা
উত্তর: বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর কাছে দোয়া করা। এ ক্ষেত্রে প্রসিদ্ধ দোয়া‘আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা’ ছাড়া একই মর্মার্থের অন্য যেকোনো দোয়া পড়লেও বিশুদ্ধভাবে নামাজ আদায় হয়ে যাবে। যেমন‘রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া’ বা এই জাতীয় দোয়া পড়া। কেউ যদি এটা না পারে তাহলে তিনবার ‘আল্লাহুম্মাগফিরলি’ কিংবা তিনবার ‘ইয়া রব’ পড়লেও নামাজ হয়ে যাবে। তবে প্রসিদ্ধ দোয়াটি পড়া সুন্নত এবং সর্বোত্তম। আহসানুল ফতোয়া : ৩/৪৪৯
দোয়ায়ে কুনুতের মর্মার্থ এবং সুরা ইখলাসের মর্মার্থ ভিন্ন ভিন্ন। তাই দোয়ায়ে কুনুতের বদলে সুরা ইখলাস না পড়া। কেননা এই দোয়া পড়া সুন্নত। আর ইচ্ছাকৃতভাবে সুন্নত ত্যাগ করা গোনাহ।
উত্তর প্রদান: মুহাম্মদ আতিকুর রহমান, ফতোয়া বিভাগ, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, ময়মনসিংহ