Friday, June 9, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিদেশে এলো মটরোলা এজ২০ ফিউশন

দেশে এলো মটরোলা এজ২০ ফিউশন

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো মটরোলা এজ২০ ফিউশন ফাইভজি স্মার্টফোনের। ২২ মার্চ রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন দেশে মটরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, গ্যাজেট অ্যান্ড গিয়ারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান সাচ্চু, বিক্রয় বিভাগের প্রধান আনোয়ার হোসেন, সেলেক্সটার মার্কেটিং লিড নাহিয়ান মাহমুদ, গ্যাজেট অ্যান্ড গিয়ারের মার্কেটিং হেড মো. তাসকিন হোসাইন প্রমুখ। মটরোলা এজ২০ ফিউশন ফোনটিতে রয়েছে ১৩টি ব্যান্ড।

ফলে একই ফোন ব্যবহার করা যাবে পৃথিবীর যেকোনো দেশে। পেছনের মূল ক্যামেরাটি ১০৮ মেগাপিক্সেলের। সব মিলিয়ে রয়েছে তিনটি ক্যামেরা। পাঁচ হাজার এমএইচ ব্যাটারিসহ রয়েছে ৩০ ওয়াটের চার্জার। ১০ মিনিট চার্জ দিলেই সেটটি চলবে একটানা ১২ ঘণ্টা। দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা (৬+১২৮ গিগাবাইট), ৩৮ হাজার ৯৯৯ টাকা (৮+২৫৬ গিগাবাইট) এবং ৩৮ হাজার ৯৯৯ টাকা (৮+১২৮ গিগাবাইট)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments