Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনদেশে আসতে চেয়েও পারছেন না শাবনূর

দেশে আসতে চেয়েও পারছেন না শাবনূর

প্রায় দুই বছর ধরে দেশে আসতে পারছেন না চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ায় সন্তানসহ স্থায়ীভাবে বসবাস করলেও তিনি বছরে এক-দুইবার দেশে আসেন। শাবনূর ২০২০ সালে দেশ থেকে অস্ট্রেলিয়া যান। সেখানে তিন মাস থেকে দেশে ফেরার কথা ছিল। করোনার কারণে আসতে পারেননি। তারপর গত বছরের শেষ দিকে আসতে চাইলে তিনি এবং তার পুত্র করোনায় আক্রান্ত হন। ফলে দেশ আসা হয়নি। এরপর ইচ্ছা ছিল তিনি দেশে ঈদ করবেন। তবে এবারও আসতে পারছেন না। সেখানে কিছু ব্যবসায়িক কাজে আটকে যাওয়ায় তার আসা হচ্ছে না। বারবার দেশে আসার উদ্যোগ নিয়েও আসতে না পারায় শাবনূর বেশ হতাশ। তিনি বলেন, আমার দেশের মতো দেশ পৃথিবীর আর কোথাও নেই। দেশই আমার সবচেয়ে প্রিয়। বিদেশে থাকলেও দেশেই মন পড়ে থাকে। দেশে আমার পরিচিত ও আত্মীয়স্বজন প্রত্যেকের সাথেই নিয়মিত যোগাযোগ রয়েছে। ভেবেছিলাম এবার ঈদে সবার সাথে দেখা-সাক্ষাৎ করব। ব্যবসায়িক ব্যস্ততার কারণে আসতে পারছি না। আশা করি, ঈদের পর সব সামলে দেশে আসব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments