Wednesday, October 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিদুই বছরের মধ্যে দেশের বিচারিক ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজড হবে

দুই বছরের মধ্যে দেশের বিচারিক ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজড হবে

আগামী দুই বছরের মধ্যে বিচারিক ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজড হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজকরণে অনলাইন কজলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে শনিবার রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করতে ‘ই-জুডিশিয়ারি’ নামের একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

প্রকল্পটির বাজেট দুই হাজার ২২৪ কোটি টাকা। এর মাধ্যমে দুই হাজার কোর্টরুম ডিজিটাইজ করা হবে। আদালতে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে। পাশাপাশি করা হবে ভার্চুয়াল টার্মিনাল। এ ছাড়া ১৪টি সেন্ট্রাল জেল ডিজিটাল করা হবে। এটুআই, ইউএনডিপি ও আইসিটি বিভাগ মিলে এই অবকাঠামোগুলো তৈরির পর এই অর্থবছরে বিচার ও স্বাস্থ্য বিভাগে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানান তিনি।  

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments