Monday, December 11, 2023
spot_img
Homeজাতীয়দুই দিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হলো স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৯ জুলাই থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে। গত বুধবার ও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকায়।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৭ হাজার ৫৬৫ টাকা। যা গত দুই দিন বিক্রি হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা দরে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৪৮৪ টাকা। যা বুধবার ও বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৬৪ হাজার ২৬৮ টাকা দরে।

সনাতন  প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ১৭০ টাকা। যা এত দিন ছিল ৫২ হাজার ৭২১ টাকা।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments