নয়াদিল্লির মুন্ডিকা মেট্রো স্টেশন সংলগ্ন একটি বহুতলে বিধ্বংসী আগুনে ২০ জনের মৃত্যু হয়েছে। বাড়িটির ভেতরে আটকে রয়েছেন বহু মানুষ। প্রথমে আগুন লাগে একতলায়। তারপর তা ছড়িয়ে পড়ে দোতলা ও তিনতলায়। আতঙ্কে তিনতলা থেকে ঝাঁপিয়ে পড়ে বহু মানুষ আহত হন। বাড়িটি একটি কমার্শিয়াল বিল্ডিং। আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শুক্রবার রাতের দিকে অগুন লাগে। অঙ্গারে পরিণত দেহগুলিকে হাসপাতালে নিয়ে গেলে ২০ জনকে মৃত ঘোষণা করা হয়। এখনও দমকল আগুন নেভানোর কাজ করছে।