ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির দারিদ্র্যের সঙ্গে যুক্ত করায় একটি জাতীয় সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার কেলিদ নামের ওই সংবাদপত্রের প্রথম পাতায় ইরানিদের দরিদ্রতা নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। ‘কোটি ইরানি দারিদ্র্যসীমার নিচে বাস করছে’ শিরোনামের ওই প্রতিবেদনের সঙ্গে একটি আঁকা ছবি যুক্ত করে সংবাদপত্রটি। এর জেরেই সোমবার ইরানি কর্তৃপক্ষ কেলিদকে নিষিদ্ধ করেছে।
আরব নিউজের খবরে জানানো হয়েছে, ওই ছবির মাধ্যমে মূলত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে দেশটির দারিদ্র্যের কারণ হিসেবে বোঝানো হয়েছে। ছবিতে দেখা যায়, খামেনির হাত দিয়ে ইরানের দারিদ্র্যসীমার রেখা টানা হচ্ছে। দেশটির অর্থনীতির অবস্থা গত এক দশক ধরেই টালমাটাল। নাগরিকদের মধ্যে অর্থনীতি নিয়ে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে।এরমধ্যে এমন ছবি প্রকাশকে নিজেদের জন্য বড় হুমকি হিসেবে নিয়েছেন ইরানের শাসকগোষ্ঠী।
দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনাও কেলিদকে বন্ধ করে দেয়ার খবর প্রকাশ করেছে। তবে তাতে বন্ধের কারণ উল্লেখ করা হয়নি। সোমবার কেলিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয় আরব নিউজ। তাদের ওয়েবসাইটও অফলাইন করে দেয়া হয়েছে।