সিরিয়ার রাজধানী দামেস্কের কাছেই মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রচার করা হয়। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সিরিয়া। দেশটির বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের কাছে জাকিয়া নামক স্থানে একাধিক মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। তবে হাময়ার পর ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে কিছু জানানো হয়নি।
বৃটেনভিত্তিক সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সামরিক বাহিনীর অবস্থান টার্গেট করে এ হামলা চালানো হয়। সেখানে ইরানি বাহিনীর অস্ত্র মজুদ ছিল বলেও জানায় সংস্থাটি। গত শনিবার দামেস্কের উপরেই মিসাইল হামলা চালিয়েছিল ইসরাইল। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি আকাশেই ধ্বংস করে দেয়।এর আগে গত ১৪ অক্টোবর আকাশপথে হামলা চালিয়ে মধ্য সিরিয়ায় ইরানপন্থী ৯ সেনাকে হত্যা করে ইসরাইল।