আগামীকাল ৫ই নভেম্বর দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক জায়েদ খানের সিনেমা ‘এ দেশ তোমার আমার’।
দেশপ্রেমভিত্তিক এ ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরও অভিনয় করেছেন দুই প্রয়াত তারকা পারভীন সুলতানা দিতি ও মিজু আহমেদ। এতে জায়েদ খানের বিপরীতে দেখা যাবে এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রুমানাকে। ১০ বছর আগে কাজ করা এ সিনেমাটি অবশেষে মুক্তির আলো দেখতে পাবে বলে বেশ উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি মানবজমিনকে বলেন, এই সিনেমার সঙ্গে অনেক অনেক স্মৃতি জড়িত। শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত দিতি আপা ও মিজু আহমেদ ভাইকে। তাদের সঙ্গে কাজ করতে পারাটা যে কতটা সৌভাগ্যের ছিল তা এখন টের পাচ্ছি।আশা করি দর্শক সিনেমাটি উপভোগ করবেন। কারণ তারা একটি পরিপূর্ণ কমার্শিয়াল সিনেমা পাবে। মধুমিতাসহ সব ভালো ভালো ভালো সিনেমা হলে সিনেমাটি দর্শক দেখতে পাবেন বলেও জানান জায়েদ খান। গেল ১৬ সেপ্টেম্বর আনকাট সেন্সর সনদ পায় ‘এ দেশ তোমার আমার’। এদিকে সম্প্রতি ‘সোনার চর’নামে একটি চলচ্চিত্রের শুটিং করছেন জায়েদ খান। ছবির শুটিংয়ের কাজ অধিকাংশ শেষ হয়েছে ইতোমধ্যে।