Monday, March 27, 2023
spot_img
Homeআন্তর্জাতিকদক্ষিণ আফ্রিকায় আবার বাড়ছে করোনা

দক্ষিণ আফ্রিকায় আবার বাড়ছে করোনা

দক্ষিণ আফ্রিকায় আবারো নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই নতুন করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে শুরু করেছেন সেই দেশের বিশেষজ্ঞরা চিকিৎসকেরা। দক্ষিণ আফ্রিকাতে আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বে নতুন করোনার স্ফীতি তৈরি হয় কিনা সেদিকেও নজর রাখছেন বিশেষজ্ঞরা।

করোনার আগের ঢেউয়ের কারণে মানুষের শরীরে এই রোগের বিরুদ্ধে কোনো বিশেষ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কিনা এবং বিশ্বব্যাপী এর কতটা প্রভাব পড়েছে তা নিয়েও ইতোমধ্যেই গবেষণা শুরু করেছেন দক্ষিণ আফ্রিকান চিকিৎসা বিশেষজ্ঞরা।

গেল ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় করোনার পঞ্চম ঢেউ শেষ হয়েছে। বিশেষজ্ঞরা এখন ষষ্ঠ ঢেউয়ের আশঙ্কা করছেন। দক্ষিণ আফ্রিকাতেই করোনার নতুন রূপ ওমিক্রন প্রথম শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বর থেকে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে দক্ষিণ আফ্রিকায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ওমিক্রনের হানায় বিভিন্ন দেশে দৈনিক সংক্রমণের হার বেড়েছিল প্রায় তিনগুণ। বেড়েছিল হাসপাতালে ভর্তির সংখ্যাও। বিশেষজঞরা বলছেন, গত কয়েক মাসে করোনার ওমিক্রন রূপ জিনের গঠন পরিবর্তন করেছে। এর ফলে বিশ্ব জুড়ে বহু মানুষ ওমিক্রনের বেশ কিছু নতুন উপরূপেও আক্রান্ত হয়েছেন। তবে বিশেষজ্ঞরা আগেই জানিয়ে ছিলেন রূপ পরিবর্তন করলেও করোনার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments