থ্রিডি স্ক্যান সংবলিত একটি সফটওয়্যারযুক্ত ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রে ড্রোন নির্মাতা কম্পানি স্কাইডাইও। এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে বড় বড় ফ্যাক্টরি, নির্মীয়মাণ ভবন ও ওয়্যারহাউসের ইনডোর ম্যাপিং করতে পারবে। ড্রোন থেকে প্রাপ্ত ডাটা দিয়ে খুব ভালো রেজল্যুশনসম্পন্ন ডিজিটাল রেপ্লিকা তৈরি করা যাবে। এতে কোন অংশ মেরামতের প্রয়োজন তা জানা যাবে।
যেসব জায়গায় যাওয়া বেশ কঠিন সেখানকার চিত্রও বের করা যাবে স্কাইডাইও থ্রিডি স্ক্যান মোড ব্যবহার করে।
সূত্র : ম্যাশেবল