তোমাকে খুঁজি
তোমাকে খুঁজি ফিঙে-ওড়ার মাঠে
সিঁদুর-রাঙা মেঘে
আকাশ-ভরা নীল সাগরে
তাল বাগানের ফাঁকে।
তোমাকে খুঁজি কার্তিকের ওই
ফসল হাওয়া মাঠে
কাশফুলের ডুবোচরের
ঝিরি চলার পথে।
একলা ভেবে সময় কাটে তাই
তোমার ভেবে ভেবে
ঝরনা নদী পাহাড় বন
অলস দেখে দেখে।
****
আমরা আমরাই
আমি তোমারটা দেখি
তুমি আমারটা
আমি চুলকিয়ে দিই
তুমি আমাকে দাও।
আমরা তো আমরাই, তাই না?
****
জোনাকি
রাতের জোনাকি ছুটে চলেছে আলো জ্বেলে।
জোনাকি, তোমার রূপে সমুদ্রের ঢেউয়ের দোলা
রূপের আর অন্তরের সৌন্দর্যের আধার।
জোনাকি, তোমার জাদুকরা রূপের ঝলক
দেখতেই থাকবো
তাতে, তোমার রূপের খামতি হবে?
না আমি দাগি-আসামি হব?