সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’- ওটিটিতে ব্যাপক সাড়া ফেলে। চঞ্চল চৌধুরীর অভিনয়ও দারুণভাবে প্রশংসিত হয়েছিল। ওটিটি প্ল্যাটফরম হইচইয়ে মুক্তি পায় আট পর্বের ওয়েব সিরিজটি। সিরিজটি এবার আসছে তেলেগু রিমেক হয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘মনপুরা’ কলকাতায় রিমেক হয়েছিল ‘অচিন পাখি’। ‘আয়নাবাজি’ রিমেক হয়েছিল তেলেগু ভাষায় ‘গায়ত্রী’। এবার ‘তাকদীর’ তেলেগু ভাষায় রিমেক হয়েছে ‘দয়া’। এগুলো আমাদের ইন্ডাস্ট্রির অর্জন। এ প্রসঙ্গে তাকদীরের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) জানায়, বাংলা ভাষায় নির্মিত কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলেগু ইন্ডাস্ট্রিতে।
প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে ‘তাকদীর’কে।
হইচইয়ের অফিসিয়াল টুইটার থেকেও জানানো হয়, ‘তাকদীর’ থেকেই রিমেক হচ্ছে তেলেগু সিরিজটি। এর রিমেক নির্মাণ করেছেন পরিচালক পবন সাদিনেনি। ডিজনি প্লাস-এর পেজ থেকে জানা গেছে, তেলেগু সিরিজটির নাম ‘দয়া’। একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। পোস্টারে ‘তাকদীর’ এর মতোই লাশবাহী ফ্রিজার ভ্যান ও চালককে দেখা গেছে। চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলেগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। সিরিজে আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। জুলাইয়ের ১৪ তারিখ সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।