Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনতেঁতুল দেখে বুবলীর জিভে জল

তেঁতুল দেখে বুবলীর জিভে জল

গত এক সপ্তাহ ধরে পুবাইলের বিভিন্ন লোকেশনে জসিম উদ্দিন জাকিরের ‘মায়া—দ্য লাভ’ ছবির শুটিং করছেন শবনম বুবলী। ছবিতে তাঁর তিন নায়ক—আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। সোমবার এক বাগানবাড়িতে শুটিং করার সময় হঠাৎ বুবলীর চোখ পড়ে একটি তেঁতুল গাছের দিকে। গাছে ডালে ডালে কাঁচা-পাকা তেঁতুল ঝুলছে।

সেটি দেখে আর লোভ সামলাতে পারলেন না বুবলী, এমনকি পরিচালকের কাছে আবদার করলেন তেঁতুল পেড়ে দিতে, অন্যথায় শুটিংয়ে মনোযোগ বসবে না।  

পরিচালক বাধ্য হয়ে প্রোডাকশন বয়কে দিয়ে তেতুল পাড়ালেন। তুলে দিলেন বুবলীর হাতে।  তেঁতুল খেয়ে তবেই বুবলী মনের মতো করে শট দিলেন।  

বুবলী বলেন, ‘আমি টক খুব ভালোবাসি। আর শুটিংয়ে হঠাৎ যখন তেতুল গাছে পাকা তেঁতুল দেখি তখন কি আর লোভ সামলানো যায়! শুটিংয়ে মাঝেই বেশ মজা করে তেঁতুলগুলো খেয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments