ভুয়া পাসপোর্ট বিক্রির দায়ে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্ক। প্রথমে জানানো হয়েছিল, গ্রেপ্তার হওয়া ওই ব্যাক্তি একজন মার্কিন কূটনীতিক। তবে যুক্তরাষ্ট্র পরে নিশ্চিত করেছে যে, ওই ব্যাক্তি কোনো কূটনীতিক নন। এ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা তুরস্কে মার্কিন নাগরিককে গ্রেপ্তারের বিষয়ে অবগত আছি। তবে ওই ব্যাক্তি কোনো কূটনীতিক নন। আমরা যথাযথ কনস্যুলার সেবা প্রদান করে চলেছি।
ইস্তাম্বুল পুলিশ জানিয়েছে, গত ১১ই নভেম্বর ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে তারা। তিনি এক সিরিয়ান নাগরিকের কাছে ভুয়া পাসপোর্ট বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে।তার কাছ থেকে ১০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। তুরস্কের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানান যে, ওই ব্যাক্তি লেবাননের রাজধানী বৈরুতের মার্কিন দূতাবাসের কর্মী। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক গত কয়েক বছর ধরেই খারাপ যাচ্ছে।