Friday, December 1, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAতিন লাখ ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক জ্যাকেট

তিন লাখ ডলারে বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক জ্যাকেট

পপ সঙ্গীতের প্রয়াত মহাতারকা মাইকেল জ্যাকসনের ঐতিহাসিক চামড়ার জ্যাকেট তিন লাখ ছয় হাজার ডলারে (আড়াই লাখ পাউন্ডে) বিক্রি হয়েছে। এই জ্যাকেটটি গায়ে ১৯৮০-র দশকে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন তিনি। সাদা-কালো এই জ্যাকেট পেপসির বিজ্ঞাপনে পরেছিলেন। আশা করা হচ্ছিল নিলামে তা দুই থেকে চার লাখ পাউন্ডে বিক্রি হবে। শুক্রবার লন্ডনে সঙ্গীতের স্মৃতিবিজড়িত কমপক্ষে ২০০ রকম আইটেম নিলামে বিক্রি হয়। এর মধ্যে ছিল মাইকেলের জ্যাকেট ও এমি ওয়াইনহাউসের হেয়ারপিস। আরও ছিল ডেভিড বোউই, ওয়েসিস এবং দ্য বিটলসের বিভিন্ন সামগ্রী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments