টুইটার ব্লু সাবস্ক্রিপশন সেবার আওতায় ধূসর, সোনালি ও নীল রঙের ভেরিফিকেশন ব্যাজ বা টিক চিহ্ন প্রদান শুরু হয়েছে। টুইটার জানিয়েছে, এই ব্যাজগুলো দেখে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবে কোন অ্যাকাউন্ট কোন কাজে ব্যবহৃত হচ্ছে। শুধু টুইটার ব্লু সাবস্ক্রাইব করলেই এই ব্যাজ মিলছে। টুইটার সাপোর্ট গ্রুপের পেজে জানানো হয়, সরকারপ্রধান ও সরকারি অফিসের নামের পাশে বসেছে ধূসর রঙের ব্যাজ।
বিভিন্ন দেশ নিয়ে গঠিত জোটের নামের পাশেও এই ধূসর চিহ্ন দেখা যাবে।
তারকা বা ব্র্যান্ডের প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামের পাশে থাকবে নীল চিহ্ন। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে সোনালি রঙের ব্যাজ। যেমন ইলন মাস্কের নামের পাশে বসেছে নীল চিহ্ন। তাঁর কম্পানি টুইটারের নামের পাশে বসেছে সোনালি চিহ্ন। সংবাদমাধ্যমগুলোকেও একই রঙের চিহ্ন দেওয়া হয়েছে।
এই ব্যাজের পাশে থাকবে কম্পানির লোগো যুক্ত চার কোনা ব্যাজ। এতে ক্লিক করলে কম্পানির আসল অ্যাকাউন্টে ভিজিট করা যাবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাইলে তাদের ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্র্যান্ডের নাম অ্যাকাউন্টে লিংক করতে পারবে। লিংক করা ব্যক্তি বা ব্র্যান্ডের নাম যাচাই-বাছাই করে সেগুলো অ্যাকাউন্টে যোগ করার অনুমোদন দেবে টুইটার। আপাতত নির্দিষ্টসংখ্যক ব্যক্তি ও ব্র্যান্ডের নামই সিলেক্ট করা যাবে।
সূত্র : ইন্ডিয়া টুডে