Monday, March 27, 2023
spot_img
Homeখেলাধুলাতাসকিনকে দেখে শিখেছেন ইংলিশ তারকারা

তাসকিনকে দেখে শিখেছেন ইংলিশ তারকারা

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে বুধ ও শুক্রবার সবশেষ দুই ওয়ানডেতে হারলেও দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ।

দেশের গতিময় এই পেসারকে দেখে শিক্ষা নিয়েছেন সফরকারী ইংল্যান্ড দলের পেসার জোফরা আর্চার ও মার্ক উডরা। 

মিরপুরে দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন তাসকিন। প্রথম ম্যাচে ৯ ওভারে ২৬ রানে ১ উইকেট নিলেও তার গতিময় নিয়ন্ত্রিত বোলিংয়ে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের।

সেই ম্যাচে নতুন বলে মুভমেন্টের পাশাপাশি সুইং ও বাড়তি বাউন্সে ফিল সল্ট,ডেভিড মালানদের আটকে রাখেন তাসকিন। তার ওই বোলিং দেখেই মিরপুরে বোলিং করার জন্য আদর্শ পরিকল্পনা সম্পর্কে ধারণা পান জোফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উডরা। 

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে শুরুর ঠিক আগের দিন সংবাদ সম্মেলনে তাসকিনের প্রশংসা করেন ইংলিশ তারকা পেসার মার্ক উড।

তিনি বলেন, তাসকিন খুবই প্রশংসনীয় পারফর্ম করেছে। আমার একার না, সবার নজর কেড়েছে সে। আমাদের পুরো দল বলেছে, সে কতটা ভালো বোলিং করেছে। সে খুব গতিতে বল করেছে, ভালো লেংথে রেখেছে। প্রথম ম্যাচে সেই আমাদের পেসারদের দেখিয়েছে যে কোন জায়গায় আসলে বল করা উচিত। তার পারফরম্যান্স থেকে জোফরা আর্চার, ক্রিস ওকস এবং আমি অনেক কিছু শিখেছি। 

ইংল্যান্ডের হয়ে ৫৯টি ওয়ানডে, ২৮টি টেস্ট আর ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই তারকা পেসার আরও বলেন, সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। এমন না যে শুধু উইকেট নিয়েছে, সে খুব আঁটসাঁট বোলিং করেছে। তার পারফরম্যান্স খুবই প্রশংসনীয় ছিল। আমাদের সব ব্যাটসম্যান বলেছে, তাসকিন খুব ভালো পারফর্ম করেছে। আশা করছি সিরিজের শেষ ম্যাচেও সে ভালো করুক; কিন্তু অনেক উইকেট পাক সেটা আমি চাই না। অবশ্যই সে খুব প্রশংসনীয় বোলিং করছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments