Monday, March 27, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USA‘তারেক রহমান যেকোন মুহুর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তত’

‘তারেক রহমান যেকোন মুহুর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তত’

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাস’র সমাবেশে কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান

 নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা চিত্রনায়ক হেলাল খান বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেত্বত্বে বিএনপি অতীতের যেকোন সময়ের তুলনায় অত্যন্ত শক্তিশালী। দেশের মানুষ বিএনপির সাথে রয়েছে। তারেক রহমান যেকোন মুহুর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তত। কিন্তু আমরাই তাকে এখন দেশে যেতে দিচ্ছিনা।

যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দির পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাসাস’র সাবেক সভাপতি এমএ মালেক, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি ও আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের যুগ্ম আহ্বায়ক শেখ হায়দার আলী, মোহাম্মদ জাবেদ উদ্দিন, সুলতানা খানম ও মেহেরুন্নেসা কনক, সদস্য রিয়াজ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, সৈয়দা মাহমুদা শিরীন, যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মার্শাল মুরাদ।

বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেন, তত্ত্বাধায়ক সরকারের অধীনে দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।
বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ’৭১ এর মতো আরেকটি আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো।
সমাবেশে জাসাস নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments