করোনার এই ক্রান্তিকালেই ক্রিকেট খেলছে ইংল্যান্ড-পাকিস্তান। তাদের দেখাদেখি দীর্ঘদিন পর বাংলাদেশ দলও খেলায় ফিরতে চায়। আগামী অক্টোবরে শ্রীলংকার মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজে অংশ নেয়ার জন্য ২৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে টাইগাররা। তবে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার আগে তিন দফা করোনা টেস্ট দিতে হবে সাকিব-তামিমদের।
এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে টেস্ট করে আসবে বাড়িতে থাকতেই। আমাদের বলে দেয়া ল্যাব থেকে টেস্ট করতে হবে। যেখানে সেখানে করলে হবে না। আমরাই করাব, তবে বাসা থেকে করে আসতে হবে। আশা করি সবাই নেগেটিভ হবে। যারা নেগেটিভ তাদের আমরা ক্যাম্পে ডাকব। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে আমরা আরেকবার টেস্ট করাব। তার তিন দিন পর আবার করব। মোট তিনবার করোনা টেস্ট হবে।
বিসিবি সভাপতি আরও বলেছেন, ক্যাম্পে আসার পথেও কারও করোনা হতে পারে। যতটুকু সম্ভব কঠোর হব। এমন একটা হোটেল বা বাসা চাই যেখানে বাইরের কেউ নেই। ফাইভ স্টার হোটেলে যেতে হলে একটা-দুইটা ফ্লোর পুরোপুরি ওদের জন্য আলাদা নিতে হবে। ওখানে পরিচ্ছন্নকর্মীসহ বাইরের কেউ ঢুকতে পারবে না। ওই দুই ফ্লোরের ক্লিনার উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না। আইসোলেশন যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। হোটেল না পেলে বাসা দেখতে হবে।
করোনার কারণেই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েও বন্ধ হয়ে যায়। লিগ বন্ধ থাকায় ঘরোয়া শতাধিক ক্রিকেটার বেকার হয়ে পড়েছেন। ঢাকা লিগ শুরুর ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, দুইটি শর্তে দেশে লিগ শুরু হতে পারে। এক করোনা পরিস্থিতি যদি উন্নতি হয়; দ্বিতীয়ত, যদি ভ্যাকসিন আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। কোনো একটা লজিক থাকতে হবে তো। একটা দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর।
তিনি আরও বলেছেন, ইংল্যান্ড ছাড়া আর কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনার কোনো মানে হয় না। হয় করোনা পরিস্থিতির উন্নতি হতে হবে, নয়তো ভ্যাকসিন আসতে হবে। এজন্য আমরা অপেক্ষা করছি।