‘তাইওয়ান সম্পর্ক আইন’ এবং ‘ছয়টি আশ্বাস’-কে ‘অবৈধ এবং অবৈধ’ বলে ফের মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তাইওয়ান সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘তাইওয়ান সম্পর্ক আইন’ ও ‘ছয়টি আশ্বাস’ সম্পূর্ণরূপে নির্দিষ্ট মার্কিন বাহিনীর দ্বারা তৈরি। এটি তিনটি চীন-মার্কিন যৌথ কমিউনিকের লঙ্ঘন।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি এবং তিন চীন-যুক্তরাষ্ট্র নীতি মেনে চলা। যৌথ কমিউনিক হলো দুই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঐকমত্য এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি।
সূত্র : সিজিটিএন