Saturday, July 27, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAতাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরু করছে যুক্তরাষ্ট্র

তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংলাপ শুরু করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত সফরের কয়েক সপ্তাহ পরই যুক্তরাষ্ট্র ঘোষণা করল, তারা তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর বলেছে, আসন্ন ‘শরতের শুরুতে’ প্রথম দফা আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ আলোচনায় বাণিজ্য সুবিধা, ডিজিটাল বাণিজ্য এবং দুর্নীতিবিরোধী মান নিয়ে সংলাপ হবে।

পেলোসির সফরের পর থেকে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে।

একুশ শতকের বাণিজ্য সম্পর্কিত মার্কিন-তাইওয়ান উদ্যোগের জুনে প্রথম সূচনা হয়। উভয় পক্ষই বলেছে, তারা ‘আলোচনার পর্যায়ক্রম নিয়ে’ ঐকমত্যে পৌঁছেছে।  

মার্কিন উপ বাণিজ্য প্রতিনিধি সারা বিয়াঞ্চি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা একটি উচ্চাভিলাষী সময়সূচি অনুসরণ করার পরিকল্পনা করছি…. যা একুশ শতকের ন্যায্য, আরো সমৃদ্ধ এবং স্থিতিস্থীল অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করবে। ’

সূত্র: বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments