Sunday, March 26, 2023
spot_img
Homeবিচিত্রতরুণীকে চাপা দিয়ে চলে গেল গাড়ি

তরুণীকে চাপা দিয়ে চলে গেল গাড়ি

সড়কের পাশে পথকুকুরকে খাওয়ানোর সময় এক তরুণীকে চাপা দিয়েছে গাড়িচালক। রোববার রাতে ভারতের চণ্ডীগড়ে এ ঘটনা ঘটেছে।

পরে এক পথচারী পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ওই তরুণীর নাম তেজস্বিতা (২৫)।

পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে একটি পথকুকুরকে খেতে দিচ্ছিলেন তেজস্বিতা। নিচু হয়ে কুকুরটিকে খাবার দেওয়ায় ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ তার দিকে দ্রুতগতিতে ছুটে আসে একটি গাড়ি। কিছু বুঝে ওঠার আগেই তেজস্বিতাকে ধাক্কা মেরে পালিয়ে যায় চালক। রাস্তায় ছিটকে পড়ে ছটফট করতে থাকেন তেজস্বিতা।

এ সময় তাকে কাতরাতে দেখে এক পথচারী এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তেজস্বিতা। 

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আহতের বাবা। তিনি জানান, স্থাপত্যে স্নাতক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তেজস্বিতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments